বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজনীতিতে শরিফুল ইসলাম একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শিক নেতা হিসেবে সুপরিচিত। রাজনীতি তাঁর জন্য শুধুই পেশা নয়, বরং একটি সাধনার নাম—যার প্রেরণাসূত্র ছিলেন তাঁর পিতা, বিএনপির ত্যাগী নেতা মরহুম মতিয়ার রহমান। নব্বইয়ের দশকে মতিয়ার রহমান বিএনপির মনোনয়নে ইউপি সদস্য নির্বাচিত হয়ে ৫নং মটমুড়া ইউনিয়নে সর্বোচ্চ ভোটে জয়ী… ...