ফোকাস মেহেরপুর ।। ভারতীয় ১৫ বোতল মদসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার রাতে গাংনী উপজেলার সীমান্তবর্তী হাড়াভাঙ্গা মোল্লাপাড়ায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হচ্ছে- সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের মৃত জৌলুস মন্ডলের ছেলে জিয়ারুল মন্ডল (৩৫) ও একই গ্রামের আছের মন্ডলের ছেলে আরিফ মন্ডল (৩৮)।
অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি এসআই অজয় কুমার কুন্ডু।
জানা গেছে, মদ কেনাবেচার খবর পেয়ে ডিবির অভিযান দলটি সেখান অভিযান চালিয়ে সফল হয়। ১৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ জিয়ারুল ও আরিফকে আটক করেন ডিবি পুলিশ সদস্যরা। রাতেই তাদের নামে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করেছে ডিবি। গাংনী থানা তাদেরকে আদালতে সোপর্দ করবে। আটক দু’জনই মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
(Visited 17 times, 1 visits today)
Total Page Visits: 1105 - Today Page Visits: 4