মেহেরপুর প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ধর্মব্যবসায়ী মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করতে ও মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন নিপীড়ন বন্ধে মনিটরিং সেল গঠন করে নজরদারি বাড়াতে হবে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত জাতীয় সংগীত বাজানো,শহীদ মিনার নির্মাণ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ সহ বিভিন্ন দাবিতে ও ভাস্কর্য নির্মাণে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ইউপি সদস্য সোহেল রানা।
বক্তব্য রাখেণ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি গোলাম আম্বিয়া মিয়া,পলাশ হোসেন, সাধারন সম্পাদক তরুন আহামেদ প্রমূখ।
সাংবাদিক ও গবেশক আতাউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি রাজু আহমেদ লিটিল, মিনারুল ইসলাম মিনার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন আলী, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন মতিরুল ইসলাম ফিরোজ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক জমিরুল ইসলাম, সদস্য লাল হোসেন, ফিরোজ ,মমিনুর,শহিদুল ইসলাম, রাজিব হোসেন, শাহজাহানসহ দলীয় নেতার্কমীরা।
মেহেরপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন
(Visited 19 times, 1 visits today)
Total Page Visits: 1124 - Today Page Visits: 6