মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানির পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত শেখ সিগারেট, সাদা ও লাল ও মোর সিগারেট সহ মোট ১৪০০শত শলাকা ও ৮পিস চিনামাটির প্লেট জব্দ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চলাকালে ঝাউবাড়িয়া মাদ্রাসার সামনে জাপান টোবাকো বিক্রয় প্রতিনিধি ইকার আলীর ছেলে মোঃ হাশেম আলীর নিকট হতে এসকল পুরাতন সিগারেট ও উপঢোকন প্লেট জব্দ করা হয়েছে। ধুমপান ও তামাকজাত দ্রæব্য ব্যবহারও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয়েছে।
(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 1012 - Today Page Visits: 2