মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও পাঁচটি ১ হাজার টাকার জাল নোটসহ জহুরা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর শহরের গোরস্তানপাড়া এলাকায় অভিযান চালিয়ে জহুরা আক্তারের নিজ বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ও ১ হাজার টাকার ৫ টি জাল নোট সহ তাকে আটক করা হয়।
আটককৃত জহুরা আক্তার মেহেরপুর শহরের গোরস্তান পাড়র মৃত আমিনুল ইসলামের মেয়ে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে তিনি একজন আনসার সদস্য তার বর্তমান কর্মস্থল গাজীপুর।তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে
(Visited 19 times, 1 visits today)
Total Page Visits: 946 - Today Page Visits: 5