softdeft

মুজিবনগরে গাঁজাসহ কামালকে আটক করেছে পুলিশ

মুজিবনগরে গাঁজাসহ কামালকে আটক করেছে পুলিশ

ফিরোজ রহমান, মুজিবনগর প্রতিনিধি। মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মুজিবনগরে ১০০ গ্রাম গাঁজাসহ কামাল শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা ভবরপাড়া বাজার এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী কামাল শেখ ভবরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে মুজিবনগর থানা পুলিশের এস আই ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় এস আই সুভাষ, এ এস আই আক্তার হোসেন, কনস্টেবল সামচ্ছুজামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সহ উপজেলার ভবরপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে কামাল শেখ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

(Visited 58 times, 1 visits today)
Total Page Visits: 1210 - Today Page Visits: 4