মেহেরপুর প্রতিনিধি ।। মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে গাংনী উপজেলার চৌগাছা গ্রাম থেকে পলাতক জুয়াড়ি ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, সাইদুল ইসলাম (৩৫) পিতা মফিজ উদ্দিন গ্রাম চৌগাছা ভিটাপাড়া (২) জনি মন্ডল (৩০), পিতা- মোহাম্মদ মনিরুল ইসলাম গ্রাম গাংনী বাজার পাড়া (৩) ফিরোজ হোসেন (৩০) পিতা মোহাম্মদ পচা মণ্ডল (৪) ফটিক ওরফে বাবু (৩৬) পিতা আব্দুল মজিদ উভয় সাং চৌগাছা বাগানপাড়া (৫) বজলু মন্ডল (৩৬) পিতা পচা মন্ডল সাং চৌগাছা ভিটাপাড়া সর্বথানা গাংনী। (৬) তপন বিশ্বাস (৩৫) পিতা সন্তোষ বিশ্বাস সাং গোল পোনদি থানা ভাংগা জেলা ফরিদপুর পিতা আবুল কাশেম। তিনি বাড়ির ভারাটিয়া।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক খোন্দকার শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস আই নিঃ অজয় কুমার কুন্ডু এএসআই (নি:), আহসান হাবীব, এএসআই মাহতাব উদ্দিন গাংনী থানাধীন চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে গাংনী থানায় ২৫ তারিখে ধারা ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ এর মামলা হয়। থানার মামলা নং ১০।
গাংনীতে ৬জনকে জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ।
(Visited 27 times, 1 visits today)
Total Page Visits: 1047 - Today Page Visits: 3