মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের দিক নির্দেশনায় গাংনী উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগ কেন্দ্র ঘোষিত আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টার সময় গাংনী বাসস্ট্যান্ডে বিএনপি’র কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে স্মরণিকা শপিং মল এলাকা ঘুরে পূর্বের স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে, গাংনী বাসস্ট্যান্ডে বিএনপি’র নিজস্ব কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক এ সভায় সভাপতিত্ব করেন।
কালো পতাকা মিছিলে নির্বাচনকে অবৈধ দাবি করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া হয়। মিছিলে ‘অবৈধ সরকার, মানি না, মানব না, ‘অবৈধ সংসদ মানি না, মানব না, এমন নানান স্লোগান দেয় হয়। কর্মীদের অনেকের হাতে দলীয় ও কালো পতাকা ছিল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, ইনসারুল হক ইন্সু, সিরাজুল ইসলাম, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান প্রমুখ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ‘ডামি’ নির্বাচনের দ্বাদশ সংসদ বাতিলের দাবী তুলে বক্তব্য রাখেন বক্তারা। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এ সময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, জেলা মহিলাদলের সাধারন সভোটম্পাদক লাইলা আরজুমান বানু উপজেলা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন