softdeft

এ কেমন শত্রুতা

এ কেমন শত্রুতা

মেহেরপুর সদর বেঙ্গগাড়ির মাঠে রাতের আঁধারে দুই কৃষকের ৩ বিঘা জমির ধান ও বিছালি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আনিসুর রহমান বলেন, আমি দিন আনি দিন খাই। পরের জমিতে দিনমুজর করে ২৫ কাঠা জমিতে ধান রোপন করেছিলাম। আল্লাহ রহমতে ফলনও ভালো হয়েছিল। দুই দিন আগে ২৫ কাঠা জমির ধান কেটে মাড়াই করার জন্য গাদা করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। শুক্রবার দিবাগত রাত আনমানিক ১২ টার পর আমাকে গ্রামের কিছু মানুষ ডেকে বলে জমিতে গুছিয়ে রাখা ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে । আমি ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই ২৫ কাঠা জমির ধান পুড়ে ছায় হয়ে গিয়েছে। তিনি আরও বলেন এই ২৫ কাঠা জমির ধান দিয়ে আমার সারা বছর চলে যেতো এখন আমি কি খাবো আমি যে সর্বনিশ্চয় হয়ে গেলাম।
তিনি আরো জানান, কিছু দিন আগে একটি বসত বাড়ি কিনেছিলেন। ঈদের কিছু দিন পর সেই বাড়িতেও দূর্বীত্তরা আগুন ধরিয়ে দিয়েছে ছিলো।
সদর থানার ওসি শাহ দারা খান পিপিএম জানান, কৃষকের ধান পুড়িয়ে দিয়েছে এমন সংবাদ পাওয়ার পর পর সদর থানার পুলিশ ফোর্স ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যায়। এধরনের অপরাধ আমরা গুরুত্ব দিয়ে আমলে নিয়েছি।
প্রাথমিক ভাবে কাউকে আটক করা হয় নি। ভুক্তভোগী মামলা করা জন্য প্রস্তুত নিচ্ছে।

(Visited 8 times, 1 visits today)
Total Page Visits: 767 - Today Page Visits: 4