softdeft

মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ

মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল।

শনিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় মুখার্জি পাড়া থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন পাড়া মোড়ে গিয়ে শেষ হয় ।

মেহেরপুর জেলা মহিলা দলের উপদেষ্টা রোমানা আহম্মেদ ও জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক মেম্বার জাহানারা খাতুন, রাকিবা খাতুন, শান্তি, মেরিনা, নুরজাহান সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

(Visited 36 times, 1 visits today)
Total Page Visits: 321 - Today Page Visits: 3