softdeft

মেহেরপুরে জাল ভিসায় বিদেশ পাঠিয়ে পিতাপুত্রের কারাদন্ড

মেহেরপুরে জাল ভিসায় বিদেশ পাঠিয়ে পিতাপুত্রের কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের সাহেবনগর গ্রামের পিতা-পুত্রকে ২ বছরের সশ্রম কারাদন্ড ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। জাল ভিসার মাধ্যমে মালদ্বীপে পাঠানোর অভিযোগ প্রমানিত হওয়ায় মঙ্গলবার দুপুরে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক তারিক হাসান এ সাজা দেন। গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিরুল এবং আমিরুলের ছেলে হাফিজুল ।
মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের খবিরের ছেলে বিল্লাল তার ছেলে রিপনকে মালদ্বীপে পাঠানোর জন্য ২০১৭ সালের ১২মে আমিরুলকে ২ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করেন। পরে রিপনকে জাল ভিসায় মালদ্বীপে পাঠানো হলে সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪২০/৫০৬ পেনাল কোড-এ একটি মামলা দায়ের করেন। যার সি, আর কেস নং২৭১/১৯। মামলায় সাক্ষীদের সাক্ষে আসামিদ্বয় দোষী প্রমাণিত হওয়ায় আদালত দুজনকে এ শাস্তি দেন।
এদিকে একই আদালত জমি বন্ধক দেওয়ার নাম করে এক লক্ষ টাকা গ্রহণ করার পরও ওই টাকা ফেরত না দেওয়ার অভিযোগে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মোফাজ্জলের ছেলে হাবিবুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেয় আদালত।

(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 1015 - Today Page Visits: 4