softdeft

মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় সানোয়ার হোসেন(৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াছিন আলীর ইটভাটার পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন মেহেরপুর পৌর এলাকার শিশু বাগান পাড়ার মৃত আইনুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সানোয়ার ভ্যান নিয়ে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ফতেপুর গ্রামের ইয়াসিন আলীর ইট ভাটার কাছে পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সানোয়ার রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পূর্বেই সানোয়ার হোসেন মৃত্যবরণ করেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত খবর পেয়েছি। তবে সে মারা গেছে কিনা জানা নেই। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(Visited 13 times, 1 visits today)
Total Page Visits: 469 - Today Page Visits: 5