মেহেরপুরের গাংনীতে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার নতুন মটমুড়া গ্রামের সাফিরুলের রাইচ মিলের পশ্চিম পাশের বারান্দা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো, গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে বাসিন্দিা
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল, এ এস আই দরবেশ ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মটমুড়া ইউনিয়েনের নওদা মটমুড়া চাররাস্তার মোড় এলাকায় সাফিরুলের রাইচ মিলে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাইচ মিলের মালিক সাফিরুল পালিয়ে যায়। জুয়াড়ীদের কাছ থেকে নগদ ১২৪৬০ টাকা, ১ সেট জুয়া খেলা টাস উদ্ধার করে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলা আদালতে প্রেরণ করা হবে।
(Visited 11 times, 1 visits today)
Total Page Visits: 438 - Today Page Visits: 2