মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অব:)। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড মুনসুর আলম খান। এ সময নির্বাচন কমিশনার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কঠোর নির্দেশনা প্রদান করে বলেন, এই নির্বাচনে কোনো রকম কারচুপির সুযোগ নেই। কোন প্রার্থী যেন রিক্স নেবেন না। তাহলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব নুরুজ্জামান তালুকদার, মেহেরপুর জেলা এনএসআই এর উপ পরিচালক মোঃ ইমদাদুল হক, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, জেলা পুলিশ সুপার রাফিউল আলম।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার, পৌর চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান রিটন, মোতাচ্ছিম বিল্লাহ মতু, চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ বাবলু বিশ^াস, আরমান আলী, আক্তার হোসেন মতিউর রহমান মতিন। এছাড়াও মেয়র পদপ্রার্থী ও চেয়ারম্যান প্রার্থীসহ সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরে নির্বাচনে কোনো রকম কারচুপির সুযোগ নেই- নির্বাচন কমিশনার আহসান হাবিব
(Visited 72 times, 1 visits today)
Total Page Visits: 946 - Today Page Visits: 3