softdeft

মেহেরপুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

মেহেরপুর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

বাশারুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো ২০২১-২২ শিক্ষাবর্ষে অধ্যায়নরত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক রফিকুর রশীদ, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. গাজী রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম সোলায়মান আলী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রোজি উদ্দিন প্রমূখ।
পরে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন।

(Visited 11 times, 1 visits today)
Total Page Visits: 1151 - Today Page Visits: 5