মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক ও হেরোইনসহ টাকা উদ্ধার করেছে। রবিবার বিকালে শহরের স্টেডিয়ামপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন স্টেডিয়াম পাড়ার মৃত আব্দুল রহমান খার ছেলে রায়হান খা (৫৬) (২) মোঃ মমিন খা (৩৮), রায়হান খার ছেলে
টুটুল খা (২৯), রমেশ ক্লিনিকের পাশে মল্লিক পাড়া শাহাদাত হোসেনের ছেলে চঞ্চল মিয়া (৩৮)।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এস আই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস আই অজয় কুমার কুন্ডু, এস আই হাবিবুর রহমান, এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এএসআই (নি:) মাহতাব উদ্দিন , এ এস আই হেলাল উদ্দিন, এ এস আই আহসান হাবীব সহ ডিবির একটি টিম পৌরসভার স্টেডিয়াম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রয়ের ৪৬৫০ টাকা সহ আটক করেন।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা হয়েছে।। তাহাদের বিরুদ্ধে আদালতে আরও মাদকের মামলা বিচারাধীন আছে।
মেহেরপুর হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি
(Visited 132 times, 1 visits today)
Total Page Visits: 1657 - Today Page Visits: 3