ফোকাস মেহেরপুর ।। মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মুজিবনগর উপজেলা দারিয়াপুর শুটকিজোলা বিল এলাকায় অভিযান চালিয়ে হিরোইন সহ দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে দারিয়াপুর বিল এলাকায় তাদের দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো সদর উপজেলা নবীনগর খালপাড়া আবু সিদ্দিক এর ছেলে রিঙ্কু মিয়া (২১) এবং মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রামের কাবিদুল ইসলামের ছেলে তুফান আলী (২০)।
জানাগেছে, জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নি:) বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) মাহতাব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিংকু মিয়া (২১) এবং তুফান আলী (২০) নামে দুই যুবককে তল্লাশি করে ২০ (কুড়ি) গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক বিরোধী আইনে মামলা হয়েছে।
(Visited 15 times, 1 visits today)
Total Page Visits: 1147 - Today Page Visits: 4