মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের গাংনীতে মুক্তিপণের দাবিতে শিশু আবির হোসেন(১২) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে অপহরণকারীরা। শনিবার দিবাগত মধ্যরাত ১২টার গাংনীর মানিকদিয়া-মিনাপাড়ার মাঝে বালিয়া গাড়ির মাঠ তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আবির হোসেন উপজেলার মিনাপাড়া গ্রামের আসাদুল ইসলাম এর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকেই আবিরের মোবাইল ফোন থেকে তার মা ও পিতার মোবাইল নম্বারে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তবে শেষ পর্যন্ত মুক্তিপনের টাকা না নিয়ে শ্বাসরোধে আবির কে হত্যা করে এলাকার একটি পাটক্ষেতে মরদেহ ফেলে দেয় অপহরণকারীরা।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, এই নিশংস হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তিনি আরো জানান এ ঘটনায় এলাকার নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশুকে শ্বাসরোধ করে হত্যা
(Visited 3 times, 1 visits today)
Total Page Visits: 1098 - Today Page Visits: 2