ফোকাস মেহেরপুর । মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। শনিবার রাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে জাজেজুর রহমান কে ১০ (পিচ) ইয়াবা সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নি:) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাজেজুর রহমান ওরফে জিতু কে ১০ (পিচ) ইয়াবা সহ আটক হয়। সে শহরের হোটেলবাজারের জামশেদুর রহমানের ছেলে।পরে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
এসময় এএসআই (নি:) মাহাতাব উদ্দিন, এএসআই (নি:) আহসান হাবীব ও এএসআই (নি:) ইব্রাহিম বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মল্লিকপাড়া এলাকায় অভিযানকালে উপস্তিত ছিলেন।
(Visited 27 times, 1 visits today)
Total Page Visits: 1134 - Today Page Visits: 6