পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৩ই মার্চ) দুপুর ১২টা সময় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত ব্যানার্জি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্যের মূল্য নাগালের মধ্যে রাখতে এ বিশেষ বাজার চালু করা হয়েছে, যা মাসব্যাপী চলবে।
রমজানে ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে প্রাণিজ পণ্য সরবরাহ নিশ্চিত করতে গরুর মাংস প্রতি কেজি ৬৮০ টাকা, প্রতিটি ডিম ৯.৩০ টাকা, এবং সোনালি মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আসাদুল্লাহ আল গালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এই বাজার চালু থাকবে, যাতে সাধারণ জনগণ স্বল্পমূল্যে গুণগত মানসম্পন্ন প্রাণিজ পণ্য ক্রয় করতে পারেন।