softdeft

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনে পাঁচ জন প্রার্থী তাদের প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার বিকেলে মেহেরপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর নিকট প্রত্যাহার পত্র জমা দেন।
মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন
মনোনয়ন দাখিলকারীরা হলেন-আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের ২জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও জেলা জাতীয় পার্টি (জাপা)-এর সভাপতি আব্দুল হামিদ, জাতীয় পার্টি (জেপি)র দলীয় প্রার্থী মওলাদ আলী খান, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী ও পার্টির জেলা সভাপতি তরিকুল ইসলাম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট-এর দলীয় প্রার্থী ও পার্টির জেলা শাখার সভাপতি বাবুল জোম।

অন্যদিকে, মেহেরপুর-২ (গাংনী) আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এ,এস,এম নাজমুল হক সাগর, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, জাপার দলীয় প্রার্থী কেতাব আলী, বাংলাদেশ কংগ্রেস এর দলীয় প্রার্থী আল ফারুক বাবুল, ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী গোলাম রসুল এবং সাংস্কৃতিক জোট-এর দলীয় প্রার্থী মোঃ শাহাজালাল।

১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা ছিল ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

উল্লেখ্য, ১৭ ই ডিসেম্বরে প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, মেহেরপুর-১ (মেহেরপুর ও মুজিবনগর) আসনের জাকের পার্টির প্রার্থী সাইদুল আলম শাহিন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের স্বতন্ত্র প্রার্থী সাহিদুজ্জামান খোকন‌, আপিলকৃত সতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান মুকুল হোসেন, জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ সামসুদ্দোহা এবং ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল।

(Visited 1 times, 1 visits today)
Total Page Visits: 569 - Today Page Visits: 2