softdeft

মেহেরপুর বুড়িপোতায় ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

মেহেরপুর বুড়িপোতায় ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল ম্যারাথন দৌড় মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ম্যারাথন অনুষ্ঠান বুড়িপোতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ডিজিটাল ম্যারাথন এর উদ্বোধন করেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি শরিফ উদ্দিন, সানোয়ার হোসেন, ওয়াসিম হোসেন, এইচ এম আলমগীর, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন লালটু, কদবানু খাতুন, আসমান তারা।‌

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু।
এ সময় বুড়িপোতা ইউনিয়নের ৫জন মেয়ে সহ মোট ১৫৬ জন ছেলে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় এর সামনে থেকে দৌড় শুরু করে ঝাঝা গ্রামের মোড় হয়ে ৫ কিলোমিটার দৌড় শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় ১১ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শাহ জামান।

(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 1338 - Today Page Visits: 1