softdeft

মেহেরপুরে বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মেহেরপুরে বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় ১৩ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার শহিদুল ইসলাম ইসলাম বিরুদ্ধে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবা সাতক্ষীরার কলারোয়ার ওহাব আলীর ছেলে শহিদুল ইসলাম ইসলাম।

জানা গেছে, শহিদুল ইসলাম মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার আবু আলী ফকিরের মেয়ে চাঁদনীকে বিবাহ করে ফুলবাগান পাড়ায় বসবাস করেন। বেশ কিছুদিন যাবত তার নিজ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শারীরিক ভাবে অত্যাচার করত। বিষয়টি তার মা কে জানালেও কোন প্রতিকার পাইনি।। পরে বিষয়টি প্রতিবেশী এক ব্যক্তিকে জানালে মঙ্গলবার স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে তাকে গণধোলায় দেয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াই সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে শহিদুলকে উদ্ধার করে মেহেরপুর সদর থানার পুলিশের হাতে তুলে দেয়।

(Visited 7 times, 1 visits today)
Total Page Visits: 472 - Today Page Visits: 3