মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর পবিবেশক ব্যবসায়ী সমবায় সমিতির ৩ সদস্য বিশিষ্ট অন্তবর্তী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান এ প্রজ্ঞাপন জারি করেন।
মেহেরপুর পবিবেশক ব্যবসায়ী সমবায় সমিতি লি: হোটেল বাজার, সদস্য সদস্য নং ১৮ মোঃ শামীমুল ইসলাম কে সভাপতি ও সদস্য নং ১০ মোঃ সুরত আলী এবং সদস্য নং ১১ মো: রেজাইল হক (লিটন) কে সদস্য করে কমিটির দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে,মেহেরপুর পরিবেশক ব্যবসায়ী সমবায় সমিতি প্রথম নিয়োগকৃত ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় জেলা সমবায় অফিসার সমিতির ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে সমবায় সমিতি আইন ২০০১) সংশোধন ২০০২ ও ২০১৩) এর ধারা ১৮৭৫) মোতাবেক ১২০ দিন মেয়াদে সমিতির সদস্যদের সমন্বয়ে ০৩ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়েছে।
মেহেরপুর পবিবেশক ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্কবর্তী কমিটির অনুমোদন
(Visited 47 times, 9 visits today)
Total Page Visits: 130 - Today Page Visits: 130