মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপির খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা, ডাকসুর সাবেক ভিপি এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মোঃ আমান উল্লাহ আমান, খুলনা বিভাগের বিএনপির সংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডসহ কেন্দ্রীয় নেতাদের মেহেরপুর জেলায় আগমন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুনসহ কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন।
সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য জনসভাকে সফল করার লক্ষ্যে দলকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, জনসভাকে সফল করা এবং বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।