softdeft

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ আটক ১

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১৩ গ্রাম হেরোইনসহ আটক ১

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১৩ (তেরো) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মেহেরপুর জেলা পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিম পাড়া (হঠাৎ পাড়া) আজির আলী মন্ডলের ছেলে জিয়ারুল ওরফে জিয়া (৪৫) কে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পশ্চিম পাড়া (হটাৎ পাড়া) এলাকায় অভিযান চালায়।

অভিযানে আসামি জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়াকে তার নিজ বসতবাড়ির দক্ষিণ পাশের টিনশেড ঘর থেকে আটক করা হয়। তার কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়।
মেহেরপুর জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

(Visited 60 times, 1 visits today)
Total Page Visits: 80 - Today Page Visits: 0