softdeft

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের সদস্যের কারাদণ্ড।

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের সদস্যের কারাদণ্ড।

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মিনারুল ইসলাম নামের দালাল চক্রের এক সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
রবিবার দুপুর আড়াইটার দিকে দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।
মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খোরদ গ্রামের সোনাউল্লা মণ্ডলের ছেলে।
তার কাছ থেকে চারটি পাসপোর্ট এবং একাধিক ভুয়া আইডি কার্ড উদ্ধার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
জানা গেছে , জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে আটক করেন তারা।
পরে সেখানে উপস্থিত হন মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী।
পরে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল চক্রের সদস্য মিনারুল ইসলাম কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

(Visited 25 times, 1 visits today)
Total Page Visits: 1048 - Today Page Visits: 3