মেহেরপুরের গাংনীতে ৭ গ্রাম হেরোইন নিয়ে মাদ্রাসার অফিস সহায়কসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১১ মে) সন্ধা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে। আটককৃত হলো, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে পিন্টু(৪৬) ও একই গ্রামের আলী হোসেনের ছেলে কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার অফিস সহায়ক আলহাজ্ব (২৩)।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী তিন রাস্তা মোড় এলাকার হোটেলের সামনে থেকে ৭ গ্রাম হেরোইনসহ পিন্টু ও আলহাজ্ব কে আটক করে পুলিশ। আটককৃত পিন্টু ও আলহাজ্ব এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে।
(Visited 9 times, 1 visits today)
Total Page Visits: 652 - Today Page Visits: 2