মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর থানার মাদক বিরোধী অভিযানে শহরের কালাচাঁদপুর গ্রামে ২ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ০৪নং ওয়ার্ডস্থ কালাচাদপুর ঘাটপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো কালাচাঁদপুর ঘাটপাড়ার মৃত আঃ রশিদ ওরফে খোকার ছেলে জসিম উদ্দিন।
জানা গেছে, মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) অর্জুন কুমার সরকার কিলো-১ ডিউটি করা কালে সময় মেহেরপুর পৌরসভার ০৪নং ওয়ার্ডস্থ কালাচাদপুর ঘাটপাড়া সাকিনস্থ ধৃত আসামী জসিম এর বসত বাড়ীর পিছনে (উত্তর পাশে) ইটের সলিং পাকা রাস্তার উপর হতে ২ গ্রাম হেরোইনসহ আসামী জসিম উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে চালান মোতাবেক প্রেরণ করা হয়েছে।
মেহেরপুরে হেরোইনসহ যুবককে আটক করেছে থানা পুলিশ।
(Visited 34 times, 1 visits today)
Total Page Visits: 1083 - Today Page Visits: 2