softdeft

মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে ইয়ারুল হোটেল মালিক ও কর্মচারী আটক

মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে ইয়ারুল হোটেল মালিক ও কর্মচারী আটক

 

মেহেরপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে শহরের কলেজ মোড় এলাকার জনপ্রিয় ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ও তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ স্টেডিয়াম পাড়া সংলগ্ন পারভেজ কসাইয়ের বাড়িতে মরা গাভীর মাংস বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পরে উক্ত মাংস ইয়ারুল হোটেলে বিক্রি করা হয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে ইয়ারুল হোটেল থেকে মরা গরুর ৩২ কেজি মাংস জব্দ করা হয়।

এ সময় মরা গরুর মাংস উদ্ধার করার পর মামলা দায়ের করে হোটেল মালিক ইয়ারুল এবং তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় পারভেজ কসাই পলাতক রয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে যোগসাজসে এধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে আদালতের নির্দেশে জব্দকৃত মাংস ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী, মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে পারভেজ কসাই,ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মফেজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করা হয়েছে। এই হোটেল থেকে এর আগেও অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করা হয়।

(Visited 131 times, 1 visits today)
Total Page Visits: 777 - Today Page Visits: 1