softdeft

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

মেহেরপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যার দিকে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আইমুল হক (৩৪)কে আটক করা হয়।
সে বুড়িপোতা গ্রামের মসজিদ পাড়ার শহর আলীর ছেলে।
সদর থানার ওসি শাহ দারা খান পিপিএম জানান, মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার রাফিউল আলম দিক নির্দেশনা মোতাবেক মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজমুল হক এবং এএসআই (নিঃ) মোঃ কহেতুর মোল্লা বিশেষ অভিযান পরিচালনা করে। সদর থানাধীন নবীনগর খালপাড় গ্রামস্থ চার রাস্তার মোড়ে পাকড় গাছের নীচে পাকা রাস্তার উপর হতে আসামী আইমুল হক ৫ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। এসময় গ্রেফতার করার পর তল্লাশি করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

(Visited 32 times, 1 visits today)
Total Page Visits: 1001 - Today Page Visits: 2