softdeft

মেহেরপুরে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেফতার

মেহেরপুরে পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেফতার

নাছিম হাসান ,মেহেরপুর
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মশিউর রহমান— গাংনী থানার সিআর নং-২৮৩/২৫ মামলায় (ধারা- ৩, যৌতুক নিরোধ আইন, ২০১৮) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, মেহেরপুর কর্তৃক জারিকৃত পরোয়ানায় গ্রেফতার। স্থায়ী ঠিকানা পাটকেলপোতা, মেহেরপুর সদর, ২. ফিরোজ (৫০) — ঝিনাইদহ সদর থানার সিআর নং-১১৪/২৫ মামলায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝিনাইদহ কর্তৃক জারিকৃত পরোয়ানায় গ্রেফতার। তিনি মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের বাসিন্দা, ৩. তাইজুল ইসলাম (৫১) — মেহেরপুর সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় দায়েরকৃত মামলায় (এফআইআর নং-৩৯, তারিখ- ২৫/১২/২০২৩) গ্রেফতার, ৪. সাবিরুল ইসলাম — ঝিনাইদহ সদর থানার সিআর নং-১১৪/২৫ মামলায় পরোয়ানাভুক্ত। তাঁর স্থায়ী ঠিকানা কাঁঠালপোতা, মেহেরপুর সদর, ৫. শরিফুল ইসলাম (২৫) — মেহেরপুর সদর থানার এফআইআর নং-৯, তারিখ- ০৫/১২/২০২২, ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মোতাবেক মাদক মামলায় গ্রেফতার। বাড়ি গোভীপুর (গোরস্থানপাড়া), মেহেরপুর সদর, ৬. শওকত ওসমান (৩০) — এফআইআর নং-৭/৬০, তারিখ- ১০/০৩/২০২১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গ্রেফতার। তিনি মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন ও অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(Visited 77 times, 5 visits today)
Total Page Visits: 120 - Today Page Visits: 7