মেহেরপুরে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্প বিদ্যামান পলিসির প্রয়োগ ও নতুন পলিসি উন্নয়নে মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ওয়েব ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান।
রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট ( আরএমটিপি) এর আওতায় আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদ এর আর্থিক সহযোগিতায় এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ২৫ শে এপ্রিল সোমবার দুপুরে মেহেরপুর জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালার শুরুতে সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ড সম্পর্কে স্বাগত বক্তব্য পেশ করেন উপ-প্রকল্পের পিএম কৃষিবিদ আব্দুল বারী এবং মনিটরিং ও রেজাল্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। উক্ত কর্মশালায় ভ্যালু চেইন কমিটি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সদস্যের তালিকা চূড়ান্ত করা হয়। অতঃপর প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ৬ টি ইন্টারভেনশন- লাইভস্টক সার্ভিস মার্কেট ডেভেলপমেন্ট, গো-খাদ্যের বাজার উন্নয়ন, খামার যান্ত্রিকীকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয়, নিরাপদ মাংস উৎপাদন ও বিক্রয়, আইসিটি ও আর্থিক সেবার বাজার উন্নয়ন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমান। বক্তব্য প্রদানকালে তিনি উক্ত প্রকল্পের সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রকাশ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রেনেটার জেলা প্রতিনিধি ,ব্র্যাকের জেলা প্রতিনিধি, পারিস ফিডের জেলা মার্কেটিং অফিসার। এল এসপি, বড় খামারী, ঘাস চাষী সহ বিভিন্ন প্রতিনিধিগণ।
মেহেরপুরে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য বাজার উন্নয়নে স্টেকহোল্ডারদের ওয়ার্কশপ
(Visited 51 times, 1 visits today)
Total Page Visits: 1218 - Today Page Visits: 1