মেহেরপুর প্রতিনিধি \ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থ বছরের ৩০টি সমিতির অনুকূলে সাধারণ ও বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৩০ নারী সংগঠনের মধ্যে সাধারন ও বিশেষ আনুদানের চেক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রশিক্ষনের আয়োজন করেছি। যাতে করে আমরা তরুন যুবক যুবতিদের প্রশিক্ষনের মাধমে তাদের আত্ম কর্মসংস্থান ও দেশকে আত্মনির্ভরশিল করে গড়ে তুলতেপারি। এর আগের কোন সরকার এভাবে কোন চিন্তা ভাবনা করেনি। মহিলা ও শিশু বিষয়ক আধিদপ্তরের অধিনে নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে ও তাদের আর্থিক ঋণসহ উৎপাদিত পন্য এখান থেকে বিক্রয়ের ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালোক নাসিমা খাতনু, মহিলা সমিতির সাধারণ সম্পাদক নুর জান্নাত নিলা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা প্রমুখ।
মেহেরপুরে নারী সংগঠনের মধ্যে আনুদানের চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 1071 - Today Page Visits: 1