softdeft

মেহেরপুরে তিন মাদক সেবির কারাদন্ড

মেহেরপুরে তিন মাদক সেবির কারাদন্ড

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে। আজ বুধবার মেহেরপুর সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু সাইদ এ রায় দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে মাদক দব্য আধিদপ্তরের একটি দল আভিযান পরিচালনা করে চার মাদক সেবনকারীকে হেরোইন সহ আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ গ্রাম হোরোইন উদ্ধার করে। আটক কৃতরা হোলেন রায়পুর স্কুল পাড়ার আবু হালসানার ছেলে আফিল উদ্দিন (৫৫), একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রাসেল শেখ (২৫), নুরুল আমিনের ছেলে হাসিবুল হক (২৫) ও মৃত ডাবলুর ছেলে মো: হুসাইন (১২)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্য তাদের কারা দন্ড প্রদœ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভুমি আবু সাইদ বলেন, মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৪ জনকে আটক করে ভ্রা¤্রমান আদালতে সপর্দো করে। পরে এ চার মাদক সেবী দোষ স্বীকার করে। দোষ স্বীকার করায় আফিল উদ্দিনকে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান এবং রাসেল শেখ ও হাসিবুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড পদান করা হয়েছে। মো: হুশাইন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারনে তাকে স্থানীয় অভিভাবকের জিম্মায় সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

(Visited 16 times, 1 visits today)
Total Page Visits: 1048 - Today Page Visits: 1