softdeft

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

মেহেরপুরের গাংনীতে ০৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার বিকেল মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের পোস্ট অফিস পাড়া থেকে কুষ্টিয়া সদর উপজেলা কুটিপাড়ার মহিউদ্দিনের ছেলে আক্তারুজ্জামান তুহিন (৩০) ও মিলপাড়ার আব্দুল হাই ওরফে খাজা বাবু’র ছেলে হাবিবুর রহমান ওরফে তূর্য (২৫) কে আটক করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু ও এ এসআই আহসান হাবীব সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে ০৭ বোতল ফেনসিডিল সহ ০২ ব্যক্তিকে আটক করেন।

এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

(Visited 13 times, 1 visits today)
Total Page Visits: 934 - Today Page Visits: 1