softdeft

মেহেরপুরে গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

মেহেরপুরে গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

গাঁজা সেবনের অপরাধে শামসুজ্জোহা নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামসুজ্জোহাকে এক মাসের কারাদণ্ড ১০০ টাকা অর্থদণ্ড করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত শামসুজ্জোহা মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের খোদা বক্স এর ছেলে।এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ’র নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবিদপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন রত অবস্থায় শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় শামসুজ্জামান তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ মাসের কারাদন্ড এবং ১০০ অর্থদন্ড আদায় করেন।

(Visited 16 times, 1 visits today)
Total Page Visits: 947 - Today Page Visits: 1