যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে সাত দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগী পালন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের দীঘিরপাড়ায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু । প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রর ডেপুটি কো-অডিনেটর লক্ষন বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র প্রশিক্ষক ফারহানা জেসমিন,
নিপেন্দ্র নাথ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন টিম লিডার আফরোজা খাতুন সহ ৩০ জন মহিলা প্রশিক্ষণার্থী। প্রশিক্ষণ শেষে সবাইকে সনদ ও যাতায়াত ভাতা প্রদান করা হবে। এই প্রশিক্ষণ শেষে মহিলারা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যুব ঋণ নিতে পারবেন।
(Visited 6 times, 1 visits today)
Total Page Visits: 921 - Today Page Visits: 1