দুনিয়ার মজদুর এক হও এক হও এই স্লোগান সামনে রেখে মেহেরপুরে ওজোপাডিকোর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুরে ওজোপাডিকোর অফিসের সামনে মানববন্ধনের মাধ্যমে এই ঘোষণা দেয়।
মেহেরপুর ওজোপাডিকোর অধীনে বিক্রয় ও বিতরণ বিভাগ সহ ২১ জেলার পিচরেট ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) কর্মরত প্রায় ৫ শতাধিক কর্মচারীর বয়স শিথিল করে শূন্য কোঠায় চাকুরী স্থায়ীকরণের দাবীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।
এ সময় মানববন্ধনের উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ওজোপাডিকোর পিক্রেট সভাপতি আফজাল হোসেন লাইন সাহায্যকারী সভাপতি রুবেল হোসেন আয়নাল হোসেন সুমন জলিল আহমেদ আশিক ইসলাম, খাত্বাব আলি , লিজন হোসেন, সাব্বির সহ বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন।
(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 199 - Today Page Visits: 3