মেহেরপুর প্রতিনিধি \ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি(নাসিব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও আনফ্রিজিং প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণের
প্রত্যাশা নিরূপণ কোর্স আউটলাইন ও প্রিটেস্ট, ব্যবসা ও শিল্প এবং উদ্যোক্তা সম্পর্কে ধারন পজেটিভ মোটিভেশন, কেস স্টাডি পর্যালোচনা, ব্যবসায়ীদের আইনগত দিক ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন পরিবেশ দূষণ ও ফায়ার লাইসেন্স সম্পর্কে ধারনা, বাজার জরিপ পদ্ধতি, পণ্য
বিক্রয় ও বাজারজাতকরণে আধুনিক কলাকৌশল পদ্ধতি, নতুন ব্যবসায়িক ধারণা চিহ্নিতকরণ সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের উপরও সনদপত্র প্রদান করা হয়।
হয়েছে। মঙ্গলবার দুপুরে বিসিক শিল্প নগরী এলাকায় নাসিব মেহেরপুর জেলা শাখা কর্তৃক এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাসিবের সভাপতি নাইমুর রহমান।
অনুষ্ঠানে জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় মেহেরপুর বিসিক ও ব্যাংক ম্যানেজারসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা গন।
এই প্রশিক্ষনে ৩০ জন ব্যবসায়ী উদ্যোক্তা অংশ গ্রহন করেন।
মেহেরপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 1474 - Today Page Visits: 3