সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর কর্তৃক ০৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার সকল মোবাইল হারানো ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
জানা গেছে, মেহেরপুর জেলার পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে এবং জামিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলামের সার্বিক দিক সহযোগিতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি টিম কর্তৃক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ০৭টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এসময় ভুক্তভোগীরা মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(Visited 12 times, 1 visits today)
Total Page Visits: 913 - Today Page Visits: 1