নাছিম হাসান মেহেরপুর
ভারতের হরিয়ানা রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়া নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (২৫ মে) ভোররাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা কেদারগঞ্জ বাজারের বিআরটিসি কাউন্টারে অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। পরে বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত হয়।
আটকদের মধ্যে ৯ শিশু, ৫ নারী ও ৫ পুরুষ রয়েছেন। তারা সবাই কুড়িগ্রাম, লালমনিরহাট ও আশপাশের জেলার বাসিন্দা।
আটকদের একজন জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং হরিয়ানায় বসবাস করছিলেন। ছয়-সাত দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয়। সেখান থেকে সোনাপুর সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”