softdeft

মুজিবনগরে হত্যা ও হত্যাচেষ্টা সহ বিভিন্ন অভিযোগ এনে যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

মুজিবনগরে হত্যা ও হত্যাচেষ্টা সহ বিভিন্ন অভিযোগ এনে যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগম এনে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুর অত্যাচার থেকে রক্ষা পেতে দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন করছে মহাজনপুর গ্রামবাসী।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত মহাজনপুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দল মত নির্বিশেষে গ্রামের সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনলাইন জুয়ার মাধ্যমে গ্রামের যুবকদের বিপথগামী করা, জোরপূর্বক জমিদখল করা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ার পরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিঠুকে গ্রেফতার না করায় গ্রামবাসী এই মানববন্ধন করতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারীর নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাজনপুর গ্রামের আবদুল গনি, হেলাল উদ্দিন লাল্টু, ইমাম হোসেন ইমন, গুলতা খাতুন, সোহরাব হোসেন কালু প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ শে মার্চ বিকালে গ্রাম্য চিকিৎসক আব্দুল মান্নানকে(৫৫) কে আরিফুল হক মিঠু জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালে অস্ত্রের আঘাতে কুপিয়ে আহত করে। অবস্থা গুরুতর হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় মেহেরপুর আদালতের একটি মামলা দায়ের করা হয়।
মামলা পরবর্তী সময়ে মিঠু পলাতক থেকে মান্নানের নিকটাত্মীয়দের আসামি করে একটি পাল্টা মামলা দায়েরের মাধ্যমে ভুক্তভোগীর নিকটাত্মীয়দের হয়রানি করছে বলে মামব বন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য গুলতা খাতুন অভিযোগ করেন- মিঠুর অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়াতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। শেষে তার বাড়ির জমি দখল করে নিয়েছে। গ্রামের অগণিত নারী আছে যারা মান সম্মানের ভয়ে মুখ খুলতে পারছে না।

(Visited 26 times, 1 visits today)
Total Page Visits: 727 - Today Page Visits: 1