ফিরোজ রহমান মুজিবনগর। মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
মুজিবনগর উপজেলাকে মাদক মুক্ত রাখতে মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে ।
তারই ধারাবাহিকতায় মুজিবনগর থানার আওতাধীন বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে ১৪(চৌদ্দ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের কুতুব আলীর ছেলে ইয়াছিন মিয়া ( ৩০ )।
পুলিশ সূত্রে জানা যায় মেহেরপুর জেলার পুলিশ সুপার রাফিউল আলম স্যারের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মুজিবনগর থানার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ইকবাল হোসেন, এসআই(নিঃ)/আব্দুল আলিম শেখ, এসআই(নিঃ)/সুভাষ কুমার রায়, এএসআই(নিঃ)/মোঃ নাজমুল হাসান, এএসআই(নিঃ)/মোঃ আক্তার হোসেন ও সংগীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইয়াছিন কে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে মুজিবনগর থানার ইনচার্জ আব্দুল হাসেম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি
মাদক, জুয়া, জঙ্গী ও সন্ত্রাসীদের সম্পর্কে থানা পুলিশকে সঠিক তথ্য দিন। অপরাধ মুক্ত সমাজ গঠনে সহযোগীতা করুণ। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে।
মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
(Visited 10 times, 1 visits today)
Total Page Visits: 1010 - Today Page Visits: 2