নাছিম হাসান ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১১টায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় দেশব্যাপী তৃণমূল কমিটির পুনর্গঠনের অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি, রোমানা আহম্মেদ, আব্দুল্লাহ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আমঝুপি ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। গণতান্ত্রিক দল হিসেবে এধরনের সহিংসতা আমাদের আদর্শের পরিপন্থী।”
তারা আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দল থেকে বহিষ্কার করতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”
সম্মেলনে মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান তপু, এস.এ. খান শিল্টু, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য মেহেদী হাসান রোলেক্স, মহিলা দলের সহ-সভাপতি ছাবিয়া সুলতানা, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন নাহার রিনা, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস বিশ্বাস, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনের শেষে নির্বাচনের মাধ্যমে বারাদি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফারুল ইসলাম ডাবলু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল নির্বাচিত হন।