softdeft

বঙ্গবন্ধুর ভাষনের ৫০ বছর ও জন্মশতবার্ষিকীতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

বঙ্গবন্ধুর ভাষনের ৫০ বছর ও জন্মশতবার্ষিকীতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী

ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষনের ৫০ বছর ও জন্মশতবার্ষিকী উদযাপনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনের ৫০ বছর ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌর কমিউনিটি সেন্টার হলরুমে চিত্রাংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিত্রাঙ্গন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর রাজিব প্রধান শিক্ষিকা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনা মিয়া প্রমুখ।
এ চিত্রাঙ্গন প্রতিযোগিতা ৪৫ জন শিশু- কিশোররা অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর চিত্রাঙ্গন করে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগিরা ঢাকায় চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

(Visited 20 times, 1 visits today)
Total Page Visits: 1321 - Today Page Visits: 3