softdeft

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেহেরপুর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মেহেরপুর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

মেহেরপুর প্রতিনিধি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকাল চারটার দিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আন্দন মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে থেকে এ আনন্দ মিছিল রেব হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে হোটেল বাজার মোড় প্রদক্ষিন করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সহ-সভাপতি দুলাল মাহমুদ, সোহাগ, আমিনুল ইসলাম সেন্টু, শাহাজান আলী, যুগ্মসাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন,সদর ছাত্রলীগের সভাপতি জুলকার নাঈম বায়েজিদ, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবন, মুজিবনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেন, মোনাখালী ইউনিয়ন সভাপতি গাজী স্বপন প্রমূখ।
গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুঈট, মুজিবনগর সরকারের ডিগ্রী কলেজের সাবেক সভাপতি সোহাগ,ছাত্রলীগ নেতা বুলবুল, সালাউদ্দিন, সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

(Visited 4 times, 1 visits today)
Total Page Visits: 956 - Today Page Visits: 1