softdeft

জ্বীন সাপ আতংক নিয়ে সংবাদ প্রচারের পর আমলী আদালতে স্ব-প্রণোদিত মামলা

জ্বীন সাপ আতংক নিয়ে সংবাদ প্রচারের পর আমলী আদালতে স্ব-প্রণোদিত মামলা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে জ্বীন সাপ আতংক নিয়ে যমুনা টেলিভিশন, এশিয়ান টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট সংবাদ প্রচারের পর বিষয়টি আমলে নিয়ে স্ব-প্রণোদিত হয়ে মামলা করেছেন মেহেরপুর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।

আজ রবিবার দুপুর ৩টার দিকে তিনি এ আদেশ প্রদান করেন। আজ রবিবার দুপুর ৩টার দিকে তিনি এ মামলা দায়ের করেন। যার মিস কেস নং-০৩/২০২২ (স্ব-প্রণোদিত)

মামলার বিবরনে বলা হয়, একটি স্বার্থানেষী মহল এলাকায় আতঙ্ক ছড়িয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাবিজ কবজ এবং ঝাড় ফুকের নামে প্রতারণামূলকভাবে চিকিৎসার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে। যা দন্ডবিধির ধারা ৪০৬/৪২০ৎ সহ ফৌজদারি আইন অনুযায়ী শাস্থিযোগ্য অপরাধ। যা যমুনা টেলিভিশন, এশিয়ান টেলিভিশন সহ কয়েকটি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচারের পর নজরে আসে। ভিডিওতে দৃশ্যমান ঘটনাটির সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার জন্য মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাকে আগামী ৩০ জুন ২২ তারিখের মধ্যে সুষ্ঠু তদন্ত করে তা আদালতে প্রেরনের নির্দেশ দেওয়া দেন মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আমলী আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।

(Visited 40 times, 1 visits today)
Total Page Visits: 903 - Today Page Visits: 1