মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন— হাসান ফেরদৌস সেতু, রবিউল ইসলাম এবং সাঈদ ইকবাল।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসেন ও তার দুই ছেলে লিটন ও লাভলু পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, কাঠের বাটাম, বাঁশ ও টিন নিয়ে অন্যের জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক জমি দখল ও টিনের চালা ঘর নির্মাণ শুরু করেন।
এ সময় জমির মালিক ও তার সহযোগীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি ও বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করলে হাসান ফেরদৌস সেতু, রবিউল ইসলাম এবং সাঈদ ইকবাল গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে নিরাপত্তার জন্য শরণাপন্ন হন।
আহতদের অভিযোগ, হামলাকারীরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এ বিষয়ে আইনের আশ্রয় নিলে হত্যার শিকার হতে হবে বলে হুমকি দিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।