softdeft

এনটিভির কমেডি রিয়েলিটি শো ‘তে গ্র্যান্ড ফিনালে মেহেরপুরের রিয়া

এনটিভির কমেডি রিয়েলিটি শো ‘তে গ্র্যান্ড ফিনালে মেহেরপুরের রিয়া

অডিশন থেকে চূড়ান্ত পর্ব—প্রায় আট মাসের দীর্ঘ অপেক্ষার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। আয়োজন হলো জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র ষষ্ঠ মৌসুমের গ্র্যান্ড ফিনালে।
শুক্রবার রাতে আয়োজিত সেই জমকালো গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা করা হলো বহুল প্রতীক্ষিত ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র ষষ্ঠ মৌসুমের চ্যাম্পিয়নের নাম। আর সেই চ্যাম্পিয়ন হলেন কিশোরগঞ্জের শফিউল আজম রবিন। প্রথম ও দ্বিতীয় রানারআপ হলেন সিলেটের মৌলভীবাজারের পার্থ দেব ও চট্টগ্রামের শাশ্বতী।
এ মৌসুমে বিশেষ পুরস্কার পেয়েছেন মেহেরপুর জেলার প্রতিযোগী সাদিয়া আক্তার রিয়া, যিনি নিরন্তর সংগ্রামী, হার-না-মানা এক নারী। চ্যাম্পিয়ন হতে না পারলেও যাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বিচারকেরা, বিশেষ করে তাঁর সংগ্রামী জীবনের গল্প মন ছুঁয়েছে সবার। রিয়াকে মার্সেলের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং দেওয়া হয় চাকরির প্রস্তাব।

প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভির পরিচালক আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ, মার্সেলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এবারের মৌসুমের নিয়মিত বিচারক ছিলেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়িকা তমা মির্জা। গ্র্যান্ড ফিনালের অতিথি বিচারক চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। গ্র্যান্ড বিচারক কথাসাহিত্যিক-সাংবাদিক ইমদাদুল হক মিলন ও রম্য সাহিত্যিক ও কার্টুনিস্ট আহসান হাবীব। উপস্থাপনা করেছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান আবু হেনা রনি।

(Visited 40 times, 1 visits today)
Total Page Visits: 1132 - Today Page Visits: 1